কুমিল্লায় ডাকাতি-ছিনতাই প্রস্তুতিকালে গ্রেফতার পাঁচ

কুমিল্লা প্রতিনিধি ||

ডাকাতি ও ছিনতাই প্রস্তুতিকালে কুমিল্লার পৃথক দুই উপজেলা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ঈশাখা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে দুই ছিনতাইকারী ও এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে তিনজন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। দাউদকান্দি মডেল থানা ও দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ওসি) জুনায়েত চৌধুরীর বলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুরের দিঘীরপাড় গ্রামের সাগর মিয়ার ছেলে সাকিব (১৯) ও তিতাস উপজেলার সাহাপুর উত্তরপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে টিটু মিয়া (২৪)। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস বলেন, চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মো.দুলাল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩৫), ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪৫) ও চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলি গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মো.খলিল শেখ (৫৭)কে পুলিশ ও বিধান চালিয়ে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ও একটি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করছিল। এই চক্রের সদস্য জহিরুল ইসলামের নামে ১৯টি, শাহ আলমের নামে ৮টি ও খলিলুর রহমানের নামে ৭টি ডাকাতি হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

আরো দেখুনঃ