কুমিল্লায় র্যাব-১১ এর অভিযানে যুবকের পেটের ভিতর থেকে ইয়াবা উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় অভিনব কায়দায় পেটের ভিতরে করে মাদক পরিবহণের সময় ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
রোববার র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক, লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরি এক সংবা; বিজ্ঞপ্তিতে জানায় রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার শাহরাস্থি থানাধীন পরানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামী মোঃ মনির হোসেন (২৯) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মনির হোসেন (২৯) চাঁদপুর জেলার শাহরাস্থি থানার পরানপুর গ্রামের মোঃ আমির হোসেন এর ছেলে।
আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভিতরে করে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা ও চাঁদপুর জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এফআর/অননিউজ