কুমিল্লায় সম্প্রীতি সংলাপ: অহিংস জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে রাজনীতিবিদদের শপথ।।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:

শান্তিপূর্ণ ও অহিংস জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি সংলাপ শীর্ষক এক সেমিনার। মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরামের (ম্যাফ) আয়োজনে বৃহস্পতিবার কুমিল্লা নগরীর একটি হোটেলে এই আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

সূত্র জানায়,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রত্যাশার। এই নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে সম্মিলিত ভূমিকা অত্যন্ত জরুরি। আর সেজন্যই জন আকাংখার প্রতিফলন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ, সম্প্রীতি ও অহিংসা বজায় রাখতে প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের ভূমিকা রাখার কোন বিকল্প নেই। সেজন্যই-

কুমিল্লা মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম আজকের এই সম্প্রীতি সংলাপ আয়োজন করেছে।

এতে বক্তারা বলেন,এই সংলাপের মাধ্যমে আমরা সবাই মিলে- নাগরিক সমাজকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, রাজনৈতিক দলের মধ্যে ঐক্য আছে এটা শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নাগরিক সমাজকে সাথে নিয়ে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ- সবাই একসাথে অহিংসা, সম্প্রীতি এবং পারস্পরিক সম্মানের পথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

কুমিল্লা মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াঁ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুব-জামায়াত কুমিল্লা মহানগর সভাপতি কাজী নাজির আহম্মেদ, ইসলামী আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা জেলার প্রধান সমন্বয়ক মোঃ সিরাজুল হক, কুমিল্লা-৪ আসনের এম পি পদপ্রার্থী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন, দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কনসালটেন্ট রুবাইয়াত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাফ সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

এসময় বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা এবং মাছরাঙা টিভি, বাংলাদেশ বেতার ও ডেইলী টাইমস অব বাংলাদেশ এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-ইউকেএইড -এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস) প্রকল্প এই উদ্যোগের সহায়তা করেছে।

আরো দেখুনঃ