কুমিল্লায় ২ দশক ধরে কবর খননকারীদের ব্যতিক্রমী সংবর্ধনা

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ২ দশক ধরে বিনা পারিশ্রমিকে কবর খননকারীদেরকে ব্যতিক্রমধর্মী সংবর্ধনা দিল যুব সমাজ। মানুষ মরে গেলে মরদেহ দাফনের জন্য প্রায় দুই দশক ধরে যারা বিনা পারিশ্রমিকে কবর খনন করেন সেই কবর খননকারীদের জন্য এ প্রথম সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

জেলার লাকসাম উপজেলায় কবর খননকারীদের জন্য এ আয়োজন করা হয়। এসময় তাদের হাতে কবর খননের সরঞ্জাম ও উপহার সামগ্রীসহ ক্রেষ্ট ও উপহার তুলে দেয়া হয়।উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সামাজিক সংগঠন খুন্তা ফাউন্ডেশনের উদ্যােগে আহমদিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আহম্মদ উল্ল্যাহ সবুজ।

খুন্তা মাদ্রাসার সভাপতি নাজমুল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুন্তা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম সোহেল ও খুন্তা ফাউন্ডেশনের উদ্যোক্তা মোহাম্মদ শাহ্ নূর রনিসহ কবর খননকারী মোঃ আহসান উল্লাহ, মো. আব্দুল করিম, মোঃ হানিফ মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাছির উদ্দিন মো. বাবুল মিয়া।

আরো দেখুনঃ