কুমিল্লার আদর্শসদর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি

শনিবার ১৮ অক্টোবর জেলা তথ্য অফিস, কুমিল্লা আয়োজনে কুমিল্লা জেলার আদর্শসদর উপজেলার কালিকাপুর কাজী বাড়ী মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত।
চট্টগ্রাম বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক জনাব মীর হোসেন আহসানুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: আবদুল জলিল।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা জনাব মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব কাজী মাহতাব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী আবুল কালাম রতন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব রাশেদা আক্তার, হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী পারভীন প্রমূখ।