কুমিল্লার ঘটনার মূল অভিযুক্তকারী পালিয়ে বেড়াচ্ছেন, শিগগির আইনের আওতায় আনা হবে
অননিউজ ডেস্ক।।
কুমিল্লার পূজা মন্ডপে ঘটে যাওয়া ঘটনার মূল অভিযুক্তকারী এখনো পালিয়ে বেড়াচ্ছেন। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ পুরে র্যাব সদরদপ্তরে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহার র্যাবের সকল ব্যাটালিয়ন ও ক্যাম্প পর্যায়ে বিস্তৃত করার লক্ষে ‘র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, কোনো পূজামণ্ডপে এমন অ-প্রিতিকর ঘটনা তার আগে কখনো ঘটেনি। কিন্তু এখন দেখলাম। চাঁদপুরে আমাদের পুলিশ যথাচেষ্টা করেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন ফায়ার করতে বাধ্য হয়৷