কুমিল্লার ডিসিকে ঐতিহ্য কুমিল্লা ও কুমিল্লা ক্লাবের বিদায় সংবর্ধনা।।

স্টাফ রিপোর্টার

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিরুল কায়ছারকে বিদায় সংবর্ধনা দিয়েছে ঐতিহ্য কুমিল্লা এবং কুমিল্লা ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

রোববার সন্ধ্যায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘ঐতিহ্য কুমিল্লা’র পক্ষ থেকে সংগঠনের স্মৃতি স্মারক তুলে দেয়া হয় বিদায়ী জেলা প্রশাসকের হাতে।

জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে স্মৃতি স্মারক প্রদান কালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, ‘ঐতিহ্য কুমিল্লা’র সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমীন, ‘সূর্যপুর কাদের ভূঁইয়া ফাউন্ডেশন’ এর ফাউন্ডার মোঃ সাদেক ভূঁইয়া, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক মো শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে রোববার রাত ৮টার দিকে ‘কুমিল্লা ক্লাব’ এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করে। কুমিল্লা ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছারকে বিদায় উপলক্ষে ক্লাবের হলরুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসয় উপস্থিত ছিলেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, ক্লাবের সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল, এডভোকেট গোলাম ফারুক, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদুল কবিরসহ কুমিল্লা ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে গেলো ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লাসহ দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। এদিকে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে বদলি করা হয়।

কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে রোববার ছিলো শেষ কর্মদিবস। এই অল্প সময়ের মধ্যে তাঁকে বিদায় সংবর্ধনা জানায় জেলা শিল্পকলা একাডেমী, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান।

এসময় সবাই বলেন “বিদায়ী জেলা প্রশাসক মানবিক, দায়িত্বশীল ও কর্মঠ প্রশাসক হিসেবে কুমিল্লায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর আন্তরিকতা ও উন্নয়নমুখী নেতৃত্ব কুমিল্লাবাসীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”

সংবর্ধিত জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, “কুমিল্লার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এই জেলার সঙ্গে আমার আবেগের সম্পর্ক তৈরি হয়েছে।”তিনি কুমিল্লার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

আরো দেখুনঃ