কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের ফাইজা নি/হ/ত

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির চাপায় দুই বছরের শিশু ফাইজা আক্তার নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়।

ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে ফাইজা।
শিশুটির মা অভিযোগ করে বলেন—
“গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেলো।”

দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এসকেএফ ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে।
হঠাৎ সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। পরিবারের দাবি—গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত ইউএনও শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে যান।
শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন।

আরো দেখুনঃ