কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা

নিজস্ব প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে রাজপথের অন্যতম বিরোধী দল বিএনপি ছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ নিবন্ধিত বেশ কিছু রাজনৈতিক দলের ১২১ জন প্রার্থী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে মনোয়ন পত্র জমা জমা দিয়েছেন। স্বতন্ত্র ৩০ প্রার্থীর মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী।

আগামী রবিবার ৩ ডিসেম্বর, ও সোমবার ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাাচাই বাছাই শেষে চুড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।

১১টি আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন : কুমিল্লা-১ (দাউকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আবদুস সবুর, বাংলাদেশ তরিকত ফেডারেশনের জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ শামসুদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ জসিম উদ্দিন ভুইয়া, জাতীয় পার্টির আমির হোসেন, তৃনমূল বিএনপির মোঃ মহসিন আলম, ইসলামি ঐক্যজোটের মোঃ নাছির উদ্দিন, জাসদের বড়ুয়া মনোজিত বীমন, জাকের পার্টি ওবায়দুল হক, তৃণমূল বিএনপির সুলতান জিসান উদ্দিন, স্বতন্ত্র (আওয়ামী লীগ) নাঈম হাসান, স্বতন্ত্র ফারুক হোসেন আখন্দ।

কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরি, জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলাম, তৃনমূল বিএনপির মোঃ মাইনুদ্দিন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট আবদুস সালাম, ইসলামি ঐক্যজোটের মোঃ আলতাফ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মাওলানা সুলতান মহিউদ্দিন, স্বতন্ত্র (আওয়ামী লীগ) মোঃ শফিকুল আলম, স্বতন্ত্র (আওয়ামী লীগ) মোঃ শাহ আলম খন্দকার, জাকের পার্টি আঃ লতিফ স্বপন, বাংলাদেশ সাংস্কৃতিক জোট সিরাজুল ইসলাম সুডেন, বিএসপির আবদুস সালাম, স্বতন্ত্র (আওয়ামী লীগ) আবদুল মজিদ।

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবুল্লাহ হারুন এমপি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনিরুজ্জামান, স্বতন্ত্র (আওয়ামী লীগ) জাহাঙ্গীর আলম সরকার, গণফ্রন্ট মোঃ শরিফুল আলম চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ বাছির মিয়া, , জাতীয় পার্টির মোঃ আলমগীর হোসেন, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ সাজ্জাদুল হোসাইন, ন্যাপ ফোরকান উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগ বসির আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোঃ নাছির আল মামুন.বাংলাদেশ কংগ্রেস মোঃ আমিনুল ইসলাম, স্বতন্ত্র কাজী নজরুল ইসলাম ও স্বতন্ত্র রফিকুল ইসলাম সরকার।

কুমিল্লা-৪ দেবিদ্বার থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজী মোঃ ফখরুল এমপি, জাতীয় পার্টির মোহাম্মদ ইউসুফ, বিএনএফ এর শাহেরা বেগম, স্বতন্ত্র (আওয়ামী লীগ) আবুল কালাম আজাদ, কৃষক শ্রমিক জনতা লীগ সাদিয়া সাবা, স্বতন্ত্র (আওয়ামী লীগ) ফেরদৌস খন্দকার, তৃনমূল বিএনপি মাহবুবুল আলম, বাংলাদেশ তরিকত ফেডারেশন মোঃ আজহারুল করিম মুন্সী, বিএসপি শফিউল বাদশাহ, ন্যাশনাল পিপলস্ পার্টি মোঃ ইকরাম হোসেন, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ শিমুল হোসেন, ইসলামী ঐক্যজোট রফিকুল্লাহ সাদী, গণফ্রন্ট আলা উদ্দিন, বাংলাদেশ কল্যানপার্টি বেনজির আলম।

কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে আওয়ামী লীগের আবুল হাসেম খান, ন্যাশনাল পিপিলস পার্টির শাহ আলম, স্বতন্ত্র শওকত মাহমুদ, স্বতন্ত্র এহতেশামুল হাসান ভুইয়া, স্বতন্ত্র (আওয়ামী লী) সাজ্জাদ হোসেন, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম, জাকের পার্টির সাইফুল ইসলাম, স্বতন্ত্র (আওয়ামী লী) এমএ জাহের, বিএসপি খাজা বাকী বিল্লাহ, স্বতন্ত্র (আওয়ামী লীগ) জাহাঙ্গীর খান চৌধুরী, গণফোরামের আলীমুল ইহছান।

কুমিল্লা-৬ (সদর, সিটি কর্পোরেশন, সেনানিবাস এলাকা) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার, স্বতন্ত্র (আওয়ামীলীগ) আঞ্জুম সুলতানা, জাতীয় পার্টি এয়ার আহমেদ সেলিম, জাকের পার্টি আবুল হোসেন মজুমদার, বিএসপি আবদুল মজিদ, বাংলাদেশ কংগ্রেস মোঃ হাসানুল আলম।

কুমিল্লা-৭ চান্দিনা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ গোপাল দত্ত, স্বতন্ত্র আবুল হান্নান, জাকের পার্টিও সহিদুল ইসলাম, গণফ্রন্টের এমদাদুল হক, জাতীয় পার্টিও লুৎফর রেজা, স্বতন্ত্র (আওয়ামী লীগ) মুনতাকিম আশরাফ, বিএসপি মোঃ সহিদুল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগ তোফায়েল হোসেন, স্বতন্ত্র মোঃ জাহাঙ্গীর, বাংলাদেশ কংগ্রেস সালাম মিয়া।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের নতুন মুখ আবু জাফর মোহাম্মদ শফিউদ্দীন (শামীম), দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি নাসিম উল আলম চৌধুরী নজরুল ও জাতীয় পার্টির সাবেক এমপি নুরুল ইসলাম মিলন, গণফ্রন্ট থেকে মোহাম্মদ লাল মিয়া, বাংলাশে তরিকত ফেডারেশন থেকে সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, ইসলামী ঐক্য জোট থেকে মোঃ মফিজ উদ্দিন আহমেদ, স্বতন্ত্র থেকে সোহেল আহমেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মোজাম্মেল হক বশির, খেলাফতে আন্দোলন থেকে মোঃ আব্দুল আজিজ, স্বতন্ত্র থেকে তাহমিনা চৌধুরী, জাকের পার্টি থেকে শরিফুল ইসলাম, জাতীয় পার্টির এইচ এম এম ইরফান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে মোঃ আহসান উল্লাহ, বাংলাদেশ কংগ্রেস থেকে মোঃ হান্নান মিয়া,বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে মো. মাসউদুল আলম।

কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে থেকে আওয়ামী লীগের মনোনীত এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি, তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল, জাকের পার্টির এডভোকেট টিপু সুলতান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মো.হাসান মিয়া, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ’র আবু বকর সিদ্দিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের মনিরুল আনোয়ার, কৃষক শ্রমিক জনতা লীগের জমির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোয়াজ্জেম হোসেন।

কুমিল্লা-১০ (লালমাই-সদর দক্ষিণ-নাঙ্গলকোট) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি, স্বতন্ত্র প্রার্থী এম অহিুর রহমান, জাতীয় পার্টির মিসেস জোনাকি হুমায়ুন, বাংলাদেশ কংগ্রেসপর মোঃ কামরুজ্জামান, তৃণমূল বিএনপির মোঃ আবুল কাশেম মজুমদার, জাকের পার্টির জাহাঙ্গীর আলম, গণফোরামের শহিদুল ইসলাম ভূঁইয়া।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক, স্বতন্ত্র (আওয়ামী লীগ) মিজানুর রহমান, স্বতন্ত্র এম তমিজ উদ্দিন ভূঁইয়া, স্বতন্ত্র মোহাম্মদ আবদুস সাত্তার মজুমদার, জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা কামাল, জাকের পার্টির মোঃ শাহ আলম মোল্লা, গণফোরামের আব্দুর রহমান জাহাঙ্গীর, ইসলামী ঐক্যজোটের মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) জসিম উদ্দীন, স্বতন্ত্র নিজাম উদ্দিন, স্বতন্ত্র মাহমুদুর রহমান খোকন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ