কুষ্টিয়ায় ইয়াবা ও হিরোইনসহ যুবক আটক
জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি।।
![](https://onnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কুষ্টিয়ার কুমারখালীতে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুরিয়া হিরোইনসহ রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চাপড়া ইউনিয়ন ছেঁউরিয়া মন্ডল পাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের একটি আভিযানিক দল তাকে আটক করেন। তিনি ওই এলাকার মান্নানেরর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিচালক বেলাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছেঁউরিয়া এলাকায় অভিযান চালিয়ে রাজন নামের এক যুবককে আটক করা হয়। এসময় তাঁর বাড়ি থেকে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুরিয়া ইরোইন উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24.