কুড়িগ্রামে ভিটামিন এ-প্লাস উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন আগামী ১২ ও ১৫জুন ৪দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
আয়োজকরা জানান, চলতি বছর কুড়িগ্রাম জেলায় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট র্নিধারণ করা হয়েছে লাল রঙের ক্যাপসুল ২লাখ ৮৭হাজার ২২২টি এবং নীল রঙের ক্যাপসুল ৩৫ হাজার ৩৮৭টি। এজন্য ১ হাজার ৮৭৩টি কেন্দ্রে ৯০৪জন স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও সুপারভাইজারগণ সহযোগিতা করবে।
সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ জানান, জেলার কোন শিশুই যাতে বাদ না যায় এজন্য বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, নৌঘাট ও দুর্গম চরে শিশুদের আলাদাভাবে ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহন করা হয়েছে।