কোতয়ালি থানার কোর্টেশ্বর থেকে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
সংবাদ বিজ্ঞপ্তি।।
কুমিল্লার কোতয়ালি থানার কোর্টেশ্বর এলাকা থেকে ৩০ কেজি গাঁজা, ২ বোতল বিয়ারসহ একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৪অক্টোবর ২০২১ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানার কোর্টেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা ও ০২ বোতল বিয়ারসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালি থানার কোর্টেশ্বর (পশ্চিম পাড়া) গ্রামের মোঃ জামাল হোসেন এর স্ত্রী মোসাঃ হাছিনা বেগম (৩০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।