ক্লাসিক্যাল হ্যান্ড মেইড প্রোডাক্ট বিডি লিমিটেড কোম্পানির সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীতে হাজারো বেকার যুবক যুবতীর কর্মসংস্থান সৃষ্টি করেছে ক্লাসিক্যাল হ্যান্ড মেইড প্রোডাক্ট বিডি লিমিটেড কোম্পানি। নীলফামারী সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের হাজিগঞ্জ কীর্তনীয়া পাড়ায় এই ইউনিট এ প্রায় ৮ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এলাকার কতিপয় ব্যক্তি, ব্যক্তিগত সুবিধা না পেয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। সম্প্রতি কোম্পানিটির নতুন ইউনিট তৈরীর জন্য পার্শ্ববর্তী জমি ক্রয় করার পরে মৃত মধুসূদন রায়ের ছেলে পরিতোষ ,আশুতোষ দিগম্বর ও বুলু সরকারি খাস জমি কে নিজেদের জমি দাবি করে বিভিন্ন অপপ্রচার চালায় ও থানায় অভিযোগ করে , স্থানীয় সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করে সংখ্যালঘুর জমি দখল সংক্রান্ত ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় উক্ত কোম্পানিটি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান ।
ক্লাসিক্যাল হ্যান্ড মেইড প্রোডাক্ট বিডি লিমিটেড কোম্পানির এজিএম, এডমিন এইচ আর এন্ড কমপ্লায়ান্স আসাদুজ জামান এসব অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান, তিনি বলেন এই প্রতিষ্ঠানে দিন দিন সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে আমরা কারো জমি জোর দখল করিনা। আমাদের কোম্পানিতে কর্মী নিয়োগের সময় সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেই । স্থানীয় একটি মহল বিশেষ সুবিধার না পেয়ে এই প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে আমরা এর নিন্দা জানাই।