খাগড়াছড়িতে কৃষি ব্যবস্থা সম্প্রসারনের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষে অভিজ্ঞতা বিনিময়
খাগড়াছড়ি প্রতিনিধি
পরিবেশ-প্রকৃতি ও জীববৈচিত্র্য বান্ধব জলবায়ু সহনশীল নিরাপদ কৃষি ব্যবস্থা স¤প্রসারনের লক্ষ্যে খাগড়াছড়ির দূর্গম বেতছড়ি পাহাড়ী গ্রামে অভিজ্ঞতা বিনিময় সভা, গাছের চারা বিতরণ, চারারোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‘নিরাপদ কৃষি বলয়’ এবং হিলস এগ্রো গার্ডেন এর উদ্যোগে এর আয়োজন করা হয়।
সভায় পাহাড়ে নিরাপদ খাদ্য বলয় তৈরি করতে প্রান্তিক কৃষক-কৃষানীদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। সার-কীটনাশকের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতিতে কৃষি পন্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: শরফুদ্দিন ভূইয়া, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের কনসালটেন্ট ড. আব্দুল্লাহ আল ফারুক, নিরাপদ কৃষি বলয়ের সভাপতি কাজী পিয়া শামস, কৃষিবিদ আমিনুল ইসলাম,ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক গবেষক দৈনিক অরণ্যবার্তা সম্পাদক সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা, সাংবাদিক আজিম উল হক, আবু দাউদ ও আবু তাহের মুহাম্মদ প্রমূখ।
পরে গ্রামবাসীদের মাঝে গাছের চারা বিতরণ ও পাহাড়ী জমিতে চারা রোপন করা হয়।