খাগড়াছড়িতে জেলা প্রশাসনের প্রীতি ফুটবল ও কাবাডি (বালিকা) প্রতিযোগিতা
খাগড়াছড়ি প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজনে প্রীতি ফুটবল ও কাবাডি (বালিকা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় সোমবার বিকেলে ঐতিহ্যবাহী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড.এম নাহিদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটি সদস্য মো: নজরুল ইসলাম, গণমাধ্যম কর্মী হলাপ্রু মারমাসহ ক্রীড়ানুরাগী বৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে এই প্রীতি ম্যাচটি উপভোগ করেন।
এই আয়োজনটির উদ্দেশ্য ছিলো স্বাধীনতা দিবসের গুরুত্ব ও মহান স্বাধীনতার চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। পাশাপাশি এ ধরনের আয়োজন জেলার বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক হবে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখবে।
ম্যাচ শেষে জেলা প্রশাসক উভয় দলকে পুরস্কার প্রদান করেন।