খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মদিন পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

(৬ সেপ্টেম্বও ২০২৩) মঙ্গলবার সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ন মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন শরনাথী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বাংলাদেশ একটি বেচিত্র্যপূর্ণ দেশ। ধর্ম যার যার উৎসব সবার। বঙ্গবন্ধুর কন্যার সৎ চিন্তার মাধ্যমে এদেশের সকল ধর্মের মানুষ আজ শান্তির সহাবস্থানে বসবাস করছে। তার সৎ চিন্তা, মহৎ উদ্যোগের কারণেই আজ আমরা সোনার বাংলাদেশ পেয়েছি। দেশের শান্তির জন্য শেখ হাসিনার আবির্ভাব বারবার হতে হবে। সকল ধর্ম যে যার যার মতাদর্শের মাধ্যমে পালন করতে পারছে বলে মন্তব্য করেন তিনি।

জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মোহতাশিম হায়দার চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম।

এসময় জেলা সাংবাদিক ইউনিয়নে সভাপতি তরুণ ভট্টাচার্য্য, আওয়ামীলীগ নেতা চন্দন কুমার দেসহ শতশত সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ