খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ি।।

সংঘাত নৈরাজ্য ও অস্থিতি শীলতার বিরুদ্ধে খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন আয়োজনে রোববার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জসীম উদ্দিন মজুমদার, বিম্বিসার খীসা।

বক্তরা বলেন, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করা স্বার্থন্বেষী মহল এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ঘটাতে না পারে সেদিকে সোচ্চার থাকতে হবে। সম্প্রীতি যেন বিনষ্ট না হয় পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা হবে এমনটাই প্রত্যাশা করছেন পাহাড়ি বাঙালী সকলে।

বক্তরা আরো বলেন, ইতিপূর্বে যেসব ঘটনা ঘটে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ঘটে যাওয়া বেশিরভাগ ঘটনা ঘটেছে গুজবের কারনে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন মৃদা, ভূমি কমিশনার অঞ্জন কুমার দাশ, শিক্ষক বৃন্দ, রাজনীতি নেতা কর্মী, সামাজিক সংগঠন নেতা কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ