খাগড়াছড়িতে ৫ নারী উদ্যোক্তাকে এককালীন অনুদানের চেক বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি সদরে আইডিএফের উদ্যোগে (পিকেএসএফ) ই-কমার্স ভিত্তিক বিপণন প্রকল্পের আওতায় নারীদের এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে গঞ্জপাড়া এলাকায় মাশরুম চাষী মমতাজ বেগমের উঠানে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান।
প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। আজ নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা তারই প্রমাণ । অনুদানপ্রাপ্ত নারীদের অর্থ সঠিকভাবে কাজে লাগাতে হবে।
এতে সভাপতিত্ব করেন আইডিএফের জোনাল ম্যানেজার মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএফের এরিয়া ম্যানেজার মাহাবুবুল কবির, ম্যানেজার শফিউল বসর ও নারী উদ্যোক্তারা।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তা মিতা মারমা, নেইম্র মারমা, সীমা দত্ত, মলিকা ত্রিপুরা ও মোছা মমতাজ বেগমকে ২৫ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। এরা রেস্টুরেন্ট ব্যবসা, কুটিরশিল্প, মাশরুম চাষ, হাস-মুরগি পালনসহ নানা ব্যবসায়ীক কাজে অবদান রেখেছেন।