গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার কারনে ১৮ কোটি মানুষ সুফল ভোগ করছে : আবদুল আউয়াল মিন্টু
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

বিএনপির ভাইসচেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন বাংলাদেশের গনতন্ত্রের রক্ষক ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আপসহীন নেত্রীর কারনে আজ দেশের গণতন্ত্রের দরজা খুলছে। আর এই গণতন্ত্রের সুফল ভোগ করছে ১৮ কোটি মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন গণতন্ত্রের মাতাকে চিরকাল জান্নাতবাসী করুক।
বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ফেনীর সোনাগাজী উপজেলায় মরহুমা খালেদা জিয়ার একাধিক শোকসভা ও দোয়া মাহফিলের ফেনী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন। এসময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।
দলে ত্যাগী নেতাকর্মীদের মুল্যয়ন করা হবে। সোনাগাজী উপজেলার সকল নেতাকর্মীদেরকে দলে মুল্যয়ন করা হবে। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম বদিয়ার রহমান খোকা মিয়া ও ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যানের সোনাগাজীর বাড়িতে পৃথক এ শোকসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দাগনভুঁইয়া ও সোনাগাজী উপজেলার স্থানীয় বিএনপির নেতারা।