গাংনীতে ইয়াবাসহ ২ জন আটক
মেহেরপুরের গাংনীর পাঙ্গাসীপাড়া গ্রামের সড়কে মাদক বিরোধী অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের ইউনুছ আলীর ছেলে রিন্টু বিশ্বাস (৩৫) ও একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাইদ আহম্মেদ (৩৩)।
র্যাব-১২ সিপিসি ৩ কোম্পানি গাংনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাবের একটি আভিযানিক দল পাঙ্গাসী গ্রামের গাংনী থেকে আমঝুপিগামী সড়কের ওপর অভিযান চালায়। এ সময় আটক হওয়া দুজন একটি মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে গন্তব্যে যাচ্ছিল। পরে র্যাব সদস্যরা তাদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরক আটক করেন। এ সময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কেনাবেচার বিষয়ে স্বীকারোক্তি রিন্টু ও সাইদ। এ সময় অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব-১২ সিপিসি ৩ (গাংনী) কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান।
এদিকে বুধবার (২০ সেপ্টেম্বর) রিন্টু ও সাইদের নামে মামলা দায়ের করে তাদেরকে গাংনী থানায় সোপর্দ করেছে র্যাব। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।
এফআর/অননিউজ