গোমতীর চর ও বাঁধ রক্ষায় মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি ।।
গোমতী নদীর চর ও বাঁধের পাশ থেকে অবাধে মাটি কেটা বন্ধের মানববন্ধন হয়ছে। এ সময় মাদকের কবল থেকে ওই এলাকার যুব সমাজকে রক্ষার দাবি করা হয়।
রোববার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুরে নদীর বাঁধের উপর এ মানববন্ধন হয়।এতে সচেতন এলাকাবাসীর ব্যানারে খলিলপুর, আসানপুর বালিবাড়ীর চর, বারেরার চর ও লক্ষিপুরের শতাধিক স্থানীয় লোকজন অংশগ্রহণ করেছেন।
এ সময় বক্তব্য রাখেন, সমাজকর্মী শরিফুল ইসলাম, সৈয়দ তোফাজ্জল হোসেন, ফজলুল করিম, সুলতান আহাম্মেদ সরকার, রুহুল আমিন, মুর্শেদা বেগম, জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সাকিল, আবু মুসা প্রমুখ।
বক্তব্যে মুর্শেদা বেগম বলেন, আমার বাড়ি বেরীবাঁধের সাথে। গোমতী চরে আমার জমি থেকে বছরের পর বছর ধরে মাটি কেটে নিয়ে যাচ্ছে খলিলপুর গ্রামের আহামেদ।
এবছরও দিন-রাত মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করায় হেলাল ও তার বউ আমাকে পিটিয়েছে। আমার হাত ভেঙে গেছে। আমি তার বিচার চাই।
এ সময় অন্য বক্তারা আরো বলেন, গোমতী চরে মাটি কাটা বন্ধ করা দরকার। নদী, নদীর চর ও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধের সড়কে বালি উড়ে জনজীবনে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। আমরা এর একটি প্রতিকার চাই।
অভিযুক্ত হেলাল বলেন, এবছর মাটি কাটার সুযোগ নাই। জায়গা ঠিক করার জন্য কয়েক গাড়ি মাটি কেটেছিলাম। এ বিষয়ে নিউজ করে কি হবে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, গোমতীর চরে প্রশাসনে নিয়মিত অভিযান হবে। আপনারা প্রশাসনকে তথ্য দেন। কেউ মাদকের সাথে সম্পৃক্ততার বিষয়ে খোঁজ খবর নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম জানান, গোমতীর চর থেকে মাটি কাটার সংবাদ পেলেই আমরা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে জেল জরিমানা করছি। অভিযানের কারনে মাটি কাটা অনেক কমেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আই/অননিউজ২৪।।