চিত্রশিল্পী সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে দু’দিনব্যাপী আর্ট ক্যাম্প

নড়াইল প্রতিনিধি ।।

নড়াইলে ‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’ আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে অন্তরে বাংলা আর্টিষ্ট গ্রæপের আয়োজনে এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার শিশুস্বর্গে দু’দিনব্যাপী এ আর্ট ক্যাম্প শুরু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বেলা ১১ টায় আর্টক্যাম্পে উপস্থিত ছিলেন এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মূখার্জী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের জেলা সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী কৃটি রঞ্জন বিশ্বাস, অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার সহকারি কিউরেটর মাসুদ রানা প্রমূখ।

অন্তরে বাংলার সেক্রেটারি মেহেদী হাসান বলেন, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী সুলতানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরুপ এ আর্ট ক্যাম্পের আয়োজন। এ ছাড়া বর্তমান প্রজন্মের শিশুদের মাঝে চিত্রকর্মের গুরুত্ব তুলে ধরে তাদেরকে প্রগতিশীল ও আদর্শবান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ঢাকা থেকে আসা ১২জন চিত্রশিল্পীর অংশগ্রহণে এ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ছবি সংযুক্ত।

আরো দেখুনঃ