জনগণকে তথ্য পাওয়ার স্বাধীনতা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা
সুভাষ বিশ্বাস, নীলফামারী।।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আইন করে জনগণকে তথ্য পাওয়ার স্বাধীনতা দিয়েছেন। নিদিষ্ট কিছু বিষয় ছাড়া তথ্য দিতে কোন সমস্যা নেই কেউ তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে আপিল করতে হবে। আপিলেও কোন সমাধান না আসলে তথ্য কমিশনে অভিযোগ করা হলে নিদিষ্ট কিছু সময়ের মধ্যে আমরা তা সমাধান করে দিব। তথ্য অধিকার আইন ২০০৯, বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তথ্য কমিশনার (সিনিয়র সচিব) ড. আব্দুল মালেক এ কথাগুলো বলেন। রবিবার ১২ জুন সকাল ১০ টার সময় নীলফামারীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষনের আয়োজন করে তথ্য কমিশন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার (সিনিয়র সচিব) ড. আব্দুল মালেক।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, তথ্য কমিশনের পরিচালক জে আর শাহারিয়ার এবং নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বক্তব্য রাখেন। এই প্রশিক্ষনে সরকারী বিভিন্ন দপ্তর প্রধান উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম কর্মী নিয়ে ৬০ জন অংশগ্রহন করে।