‎জনতার এমপি মোস্তাফিজুর রহমানের সাথে সাপাহার উপজেলা বিএনপি’র শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

‎জনি আহমেদ, নিয়ামতপুর নওগাঁ :

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের প্রার্থী ও সর্বজনপ্রিয় নেতা জনতার এমপি ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এর সাথে সাপাহার উপজেলা বিএনপি নেতৃবৃন্দের এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৫ নভেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় নিয়ামতপুর উপজেলার গাবতলী বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইছাহাক আলী সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোস্তাফিজুর রহমান এবং
‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আঃ রহিম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার বিএনপির সহ-সভাপতি তরিকুল ইসলাম, রেজাউল করিম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী,শফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হকসহ নিয়ামতপুর,পোরশা ও সাপাহার উপজেলা বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎এই সময় প্রধান বক্তা তরিকুল ইসলাম বলেন,জনতার এমপি মোস্তাফিজুর রহমান হচ্ছেন জনগণের আস্থার প্রতীক, গণতন্ত্রের রক্ষক এবং নওগাঁ-১ আসনের উন্নয়নের অগ্রদূত।”

‎তারা আরও বলেন, তাঁর নেতৃত্বে বিএনপি আবারও জনগণের অধিকার ফিরিয়ে আনবে এবং দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেবে। আসন্ন নির্বাচনে মোস্তাফিজুর রহমানের পক্ষে সর্বাত্মক সমর্থন প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো দেখুনঃ