জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিলের লড়াই
অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরটি মোট তিনটি আলাদা ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা এবং চট্টগ্রাম পর্বের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। এখন সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ম্যাচ। সিলেটে চারদিনে মাঠে গড়াবে আটটি ম্যাচ।
বিপিএলে সিলেট পর্বের আগেই জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। ঢাকা ও চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষেই আছে সিলেট স্ট্রাইকার্স। আসরের শুরু থেকেই ছন্দে থাকা মাশরাফী বিন মোর্ত্তজার দল ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই জয় পেয়েছে। ১২ পয়েন্টে তাদের অবস্থান টেবিলের একদম চূড়ায়। তাই বলাই যায়, সিলেটের শেষ চার অনেকটাই নিশ্চিত।
এদিকে ৭ ম্যাচে ৫ জয় আর দুই হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বরিশাল। সিলেটের ঘাড়েই নিশ্বাস ফেলছে সাকিব আল হাসানের দল। শেষ চারে জায়গা করে নেওয়ার প্রত্যাশা করতেই পারে দলটি।
অন্যদিকে তিনে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ৮। ৭ ম্যাচের মধ্যে বর্তমান চ্যাম্পিয়নদের জয় ৪ ম্যাচে। তাই শেষ চারে জায়গা নিশ্চিত কিছুটা পরীক্ষা দিতেই হবে ইমরুল কায়েসের দলকে।
কুমিল্লা থেকে এক ম্যাচ কম খেলা রংপুর রাইডার্সের পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে দলটি। কুমিল্লার সঙ্গে পাল্লা দিতে হলে সপ্তম ম্যাচে জয়ে ফিরতে হবে। তাহলেই কুমিল্লাকে ছুঁয়ে ফেলবে দলটি।
বিপিএলের অন্য তিন দলের পয়েন্ট সমান ৪। তবে নেট রানরেটে এগিয়ে খুলনা টাইগার্স আছে তালিকার পাঁচে। খুলনা এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। অন্যদিকে তালিকার ছয়ে থাকা ঢাকা ডমিনেটর্স খেলেছে ৮ ম্যাচ। নেট রানরেটে এগিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ওপরে তাদের অবস্থান। শেষ চারে খেলতে হলে বাকি ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই নাসির হোসেনের দলের। আর পয়েন্ট টেবিলের ব্যবধান বাড়ানোর সুযোগ থাকছে তামিম ইকবালের দলেও। তবে শেষ পর্যন্ত বিপিএলের সিলেট পর্বে পয়েন্ট টেবিলের চিত্রও বদলে যেতে পারে, আরও জমে উঠতে পারে পয়েন্ট টেবিলের লড়াই, এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।
গ্রুপ পর্বের লড়াই শেষে শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে, আর এলিমিনেটরে খেলবে তৃতীয় এবং চতুর্থ দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে অংশ নেবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল ও এলিমিনেটরে জয়ী দল। দুই কোয়ালিফায়ারের জয়ী দল অংশ নেবে ফাইনালে।