জয়পুরহাটে ৪দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সুলতান মাহমুদ, জয়পুরহাট
জয়পুরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ৪দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা রহমান বিথী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল কাদির, মহুরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহিনুর রহমান, স্যাইয়েদিনা মোহাম্মাদুর রাসুল্লাহ্ (সা:) দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম, কালেক্টর বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাহবুব আলম সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
ক্রীড়া প্রতিযোগীতায় ক্রিকেট, ভলিবল, হকি, ব্যাট ম্যান্টনসহ ৫৪টি ইভেন্টে খেলা হয়। খেলা সদর উপজেলার ৯৮টি স্কুল ও ৩৬টি মাদ্রাসা অংশগ্রহন করেন। খেলা পরিচালনা করেন জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আসাদুল ইসলাম লিটন ও তালিমুল ইসলাম একাডেমী স্কুল এন্ড কলেজের ইকবাল আজম সহ তার সহযোগীরা।