জলাবদ্ধতা তৈরী হয়ে রাঙ্গামাটির সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি।।
টানা দুদিন ধরে ভারী বর্ষণে খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল থেকে জেলা সদরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ ও কুমিল্লাটিলা ঘুরে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীতে সরিয়ে নিতে মাঠে নামেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এ দিকে, ভারী বর্ষণে খাগড়াছড়ি মহালছড়ির চব্বিশ মাইলে সড়কে জলাবদ্ধতা তৈরী হয়ে রাঙ্গামাটির সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করে বলা হচ্ছে।
খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় ধসের ঝুঁকিতে থাকায় এলাকার আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকির পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হওয়া শঙ্কা রয়েছে।