জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের লাঞ্ছিত করায় নড়াইলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

৩ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের লাঞ্ছিত করায় নড়াইলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক সমাজ। এমপিওভূক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে শহরের পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চ চত্বর থেকে বিশাল এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। এসময় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নড়াইল আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ এম ফরহাদ জগলুল, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নাছির উদ্দিন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।
বক্তারা, জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানান। ২০% বাড়ি ভাড়া, ১ হাজার ৫শ টাকা মেডিকেল ভাতা ও ও কর্মচারিদের জন্য ৭৫% ঈদ বোনাসের দাবিতে দ্রুত মেনে নেয়ার আহবান জানান।
এদিকে এমপিওভূক্ত শিক্ষকদের দাবি আদায়ে নড়াইল জেলায় ৩য় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রয়েছে। জেলার এমপিওভূক্ত ১২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৪টি মাদ্রাসা ও ১৯টি কলেজে কর্মবিরতি চলছে। এদিকে দেড়মাস পর মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। অভিভাকরা দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

আরো দেখুনঃ