জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
ফরহাদ,ময়মনসিংহ, প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালীও আলোচনা সভা (৬ অক্টোবর) ২০২১ ইং বুধবার সকলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। এসময় বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান, ৩নং কাঠাঁল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, ৭নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ প্রমুখ। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।