জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া
অনলাইন ডেস্ক।।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বেগম খালেদা জিয়া।
এ সময় বেগম খালেদা জিয়া পবিত্র কোরআন তিলাওয়াত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা এবং স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা করেন বেগম খালেদা জিয়া।
এ সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ভাই প্রয়াত মেজর (অব.) সাঈদ এসকান্দারের সহধর্মিণী ও ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. জাফর আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, চেয়ারপারসনের নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।