জুড়ী থানার ওসির নেতৃত্বে বিশেষ চেকপোস্ট

জুড়ী প্রতিনিধি।।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার নিউমার্কেটের সম্মুখে এক বিশেষ তল্লাশি চেকপোস্ট বসানো হয়। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল চেক পোস্ট পরিচালনা করেন৷

মঙ্গলবার (৩০ মে ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেট এর সম্মুখে বিশেষ চেক পোস্ট বসানো হয়৷ সিএনজি, কার, লাইটেস, মোটরসাইকেল সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করছে পুলিশ।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, জুড়ী থানার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ কর্তৃক নিউমার্কেট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়৷ বিভিন্ন ধরনের যানবাহন চেকিং করে মোটরযান আইনে মামলা দেওয়া হয়৷ সন্দেহজনক ব্যক্তিকেও তল্লাশি করা হয়।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ