জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ দস্তেগীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আমরা কাজ করছি। নির্বাচনী প্রচারণার সময় আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করার আহবান জানিয়ে তিনি বলেন, আচরণ বিধি অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক, প্রশাসনের সকল বিভাগে দুর্নীতি’র বিষয়ে জিরো টলারেন্সের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার ওসি দিলীপ কান্ত নাথ, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সেলিম তালুকদার। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম (তারা মিয়া), জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান, উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৃদুল কান্তি দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার বিদায়ক চক্রবর্তী, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিবি কুলছুম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেব, জুড়ী ফায়ার সার্ভিস কর্মকর্তা এসএম শামীম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীমুল হক, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফছা হাবিবা, উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেব, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আফজাল হোসেন, মোঃ সাইদুল ইসলাম হৃদয় প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন- আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক সংগঠনের প্রভাব বা ছত্রছায়ায় কাজ করা যাবে না। নিরপেক্ষতা বজায় রেখেই দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশন চায়, এবারের নির্বাচন দেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক জাতীয় নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হোক। এ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।