জেলা বিএনপি নেতা আনোয়ার পাটোয়ারীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সোনাগাজীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী জেলা বিএনপির যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীকে নিয়ে স্বদলীয়দের কটুক্তির প্রতিবাদে সোনাগাজী পৌর শহরে মঙ্গলবার সন্ধ্যায় যুবদল ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিপ্লবী যুব সংঘের সভাপতি ও যুবদল নেতা সাব্বির রায়হান তারেক, সোনাগাজী পৌর ছাত্রদল নেতা জিয়া উদ্দিন হৃদয়, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ রানা, বিএনপি নেতা নুর হোসেন, পৌর ছাত্রদল নেতা রকি ভুঁইয়া, রবিন ও সাকিব প্রমূখ।
জিয়া উদ্দিন হৃদয় তার বক্তব্য বলেন, জুলাই আমাদের আবেগের জায়গা। সেটিকে ব্যবহার করে কোনো বাণিজ্য করবে। যে করবে সে কোনো দলীয় পদে নেই। তাকে জেলা নেতা না চেনাটা স্বাভাবিক। কিন্তু সেটিকে ব্যবহার করে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীকে নিয়ে কটুক্তি মূলক আচরণ আমরা মেনে নিতে পারছিনা।

JN

আরো দেখুনঃ