জেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি বিরুদ্ধে কমিটি বানিজ্যের অভিযোগ উঠেছে। কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘটনের পর থেকে এ অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে৷

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুইজন জ্যেষ্ঠ নেতাসহ বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার হোমনা উপজেলা নতুন কমিটি থেকে পদবঞ্চিত বিএনপি নেতাকর্মী ও তাদের কয়েক হাজার অনুসারী। এ সময় পুড়িয়ে দেওয়া হয় তাদের ছবি।

২৫ অক্টোবর মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি, মোজাম্মেল হককে সদস্যসচিব করে উপজেলা বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ছানাউল্লাহ সরকারকে আহ্বায়ক, নজরুল ইসলামকে সদস্যসচিব করে পৌর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্যসচিব তারেক মুন্সি। এ কমিটি প্রকাশের পর থেকেই অশান্ত হয়ে ওঠে ওই উপজেলার বিভিন্ন এলাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নিন্দার ঝড়।

পবঞ্চিতের মধ্যে একাধিক নেতা বলেন, আমাদের সাথে আলোচনা না করে রাতে টাকার বিনিময়ে হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অবৈধ কমিটি অনুমোদন দিয়েছন কুমিল্লা উত্তর জেলার মেয়াদ উত্তীর্ণ কমিটির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব তারেক মুন্সি। গত ১৭ বছর যারা নির্যাতন, নিপীড়নের স্বীকার এবং একাধিক মামলার আসামি হয়ে কারা ভোগসহ হামলার শিকার হয়েছে এমন ত্যাগী নেতাদের বাদ দিয়ে দিয়েছেন। নিষ্ক্রিয়, অচেনা ও অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি দিয়েছে। বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের হাতে গড়া হোমনা উপজেলার সুশৃঙ্খল বিএনপিকে ভাঙ্গার জন্য এবং আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নের পায়তারা চলছে। এটির জন্য সম্পূর্ণ দায়ী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর পরই মেঘনা উপজেলা বিএনপিকে খন্ড খন্ড করেছে এখন হোমনা উপজেলা বিএনপিকেও খন্ড খন্ড করার জন্য পায়তারা করছে।

হোমনা উপজেলা বিএনপির পুরাতন কমিটির আহ্বায়ক মো. জহিরুল হক জহর বলেন, হোমনা উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে নিয়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টির এ বিষয়টি নিয়ে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরা হবে। আমাদের একটা দাবি অবিলম্বে কুমিল্লা উত্তর জেলা মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্তি করাসহ সদ্য ঘোষিত হোমনা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা করতে হবে। তা-না হলে হোমনার মাটিতে কোনো অবৈধ কমিটির স্থান হবে না।র

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। পরে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

একে/অননিউজ24

আরো দেখুনঃ