ঝালকাঠিতে উপকূল দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন
কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি।।
![](https://onnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ও দিনটিকে উপকূল দিবস হিসবে ঘোষণার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রমমিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। ঝালকাঠি প্রেসক্লাব এ কমসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রসান্ত দাস হরি।
মানববন্ধনে বক্তারা বলেন, ৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’ লক্ষাধিক মানুষের প্রানহানি ঘটায়। বর্তমানে জলবায় বিপন্ন উপক‚লবাসীর সুরক্ষার জন্য ন্যায্যতার দাবি এখন জোরালো হচ্ছে। তাই ১২ নভেম্বরকে উপক‚ল দিবস হিসেবে ঘোষণার দাবি জানান বক্তারা।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।