ঝালকাঠিতে ব্রীজের কাজে ব্যবহৃত সরকারি লোহার মালামাল উদ্ধার, আটক-১
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠিতে ব্রীজের কাজে ব্যবহৃত লোহার পুরাতন মামলামাল বিক্রি করে দেয়ার সময় গ্রামবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ। ভীম ও এ্যাঙ্গেলসহ সরকারি এই বিপুল পরিমান মামলামাল সহ এক ভাঙারী ক্রেতাকেও আটক করা হয়েছে। সোমবার বিকেলে জেলা সদরের পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এসব মালামাল ট্রাকে তুলে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদে খবর পেয়ে তা আটক করা হয়। এসময় ভাঙারী বিক্রেতা মুনসুর সরদারকেও আটক করা হয়েছে। মুনসুর কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার আরাফাত সরদারের ছেলে।
সে জেলার নলছিটি উপজেলায় বসবাস করে ভাঙারী ব্যবসা করে আসছে। তবে আটক মুসুর জানায়, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ৭৬ হাজার ৫’শ টাকায় এসব মালামাল ক্রয় করেছেন। এদিকে এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় চেয়ারমান গোপনে এসব সরকারি মালামাল ওই ভাঙারী বিক্রেতার কাছে বিক্রি করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার খান বলছেন, এলাকার একটি প্রতিপক্ষ ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে চাইছে। ঝালকাঠি সদর থানার এসআই মোঃ খোকন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।