ট্রাফিক আইন মেনে চলতে রুহিয়া থানা পুলিশের প্রচারণা।
আকাশ রহমান।।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে ও ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে রুহিয়া থানা পুলিশ। ২৩ মার্চ(বুধবার)বিকেলে থানা পুলিশের আয়োজনে মধুপুর কালিতলা বাজার এলাকায় সাধারন জনগণ,মোটর সাইকেল চালক ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলতে আহবান জানানো হয়।
প্রচারনার বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, দেশের ৮টি জেলায় ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা এই প্রচারণা চলছে। সেই সাথে কয়েকদিন ধরে জেলায় সড়ক দুর্ঘটনার বেড়েছে। যার অন্যতম কারণ হচ্ছে গাড়ি চালকদের ট্রাফিক আইন মনে না চলা। আমরা বিশেষ করে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট ব্যবহারের পরামর্শ প্রদান করা হচ্ছে। সেই সাথে দ্রুত গতিতে গাড়ি না চালানোর জন্য সতর্ক করছি চালকদের। যেহেতু ‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী’।