ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের বিএনপি মনোনিত প্রার্থী পীরগঞ্জ উপজেলা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে বিএনপি থেকে একমাত্র তিনিই নির্বাচিত হন।