ঢাকায় গার্ডার দুর্ঘটনায় নিহত রুবেলের দাফন সম্পন্ন
অনলাইন ডেস্ক।।
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা নিহত রুবেলের জানাযা ও দাফন মেহেরপুরে গ্রামের বড়িতে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় জানাজা শেষে রাজনগর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার (১৫ আগস্ট) বিকালে রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটিএর প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচজন নিহত হন।
এর মধ্যে রুবেল মিয়া ওরফে আয়ুব হোসেন হলেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর ঘোরামারা গ্রামের মৃত তারা চাঁদ মণ্ডলের ছেলে।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে রুবেলের লাশ ঘোরামারায় এসে পৌছালে সেখানে শোকের ছায়া নেমে আসে।
স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে। রুবেলর মরদেহটি একনজর দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে স্বজনরা ভিড় জমিয়েছেন তার পৈতৃক ভিটায়।
উল্লেখ্য, গত শনিবার একমাত্র ছেলে হৃদয়ের বিয়ে দেন জামালপুরে। সোমবার ছিলো বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠান শেষে ছেলে, ছেলের বউ ও তার পরিবারের লোকজনকে নিজের গাড়ি ড্রাইভ করে রাখতে যাচ্ছিলেন জামালপুরে। এর মধ্যে উত্তরায় ঘটে মর্মান্তিক দুঘটনা। সেই দুঘটনা তিনিসহ প্রাণ হারান মোট ৫ জন।