তারেক রহমানের নির্দেশে সোনাগাজীতে ঝুঁকিপূর্ণ দশটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন যুবদল নেতা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তার সার্থে বিএনপির ভাপরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে ফেনীর সোনাগাজীতে দশটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা। সোনাগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস বিএনপি ও যুবদল নেতাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উপজেলার মহেশ্চর দুর্গা মন্দির, মনমোহন বাবুর বাড়ির দুর্গা মন্দির, মহাদেব বৈষ্ণব বাড়ির মন্দির, ক্ষেত্রপাল কালি বাড়ির মন্দির, দক্ষিণ পূর্ব চরচান্দিয়ার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, শ্রী নগেন্দ্র দাসের বাড়ির মন্দির, আকিলপুর রক্ষা কালি বাড়ি সেবাশ্রম, আকিল পুর রক্ষা কালি বাড়ির মন্দির, নতুন বাজার সেনের খিল শ্রী রক্ষা কালি বাড়ি মন্দির ও শাহা বাড়ি মাতৃ মন্দির সহ দশটি মন্দিরে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির ভাপরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ও ফেনী-৩ আসনে বিএনপির সমন্বয়ক আকবর হোসেনের নির্দেশে সোনাগাজী উপজেলার দশটি ঝুঁকিপূর্ণ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেলকে এ কাজ সার্বক্ষণিক তদারকির দায়ীত্ব দেওয়া হয়েছে।

আরো দেখুনঃ