তিতাসে হাজী নাজিম উদ্দীন মেম্বারের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হালিম সৈকত,কুমিল্লা।।

কুমিল্লার তিতাসে হাজী নাজিম উদ্দীন মেম্বারের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি সকাল ১০ টায় বন্দরামপুর নিজ বাসভবন বেপারী বাড়িতে ২৫০ জনের মধ্য অসহায় ও পিছিয়ে পড়া সাধারণ জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল সিকদার, বর্তমান মেম্বার মাজহারুল ইসলাম, ৪নং ওয়ার্ডের মেম্বার শামীম হোসেন, কড়িকান্দি বাজারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সওদাগর, হাজী মোহাম্মদ রাজ মিয়া বেপারী, সাবেক মেম্বার খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আশরাফ বেপারী ও সাংবাদিক মহসীন বিন হাবিব প্রমূখ।

কম্বল বিতরণের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্দরামপুর মসজিদুল কোবার পেশ ইমাম মাওলানা আবু হানিফ আনছারী। এসম তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় নাজিম উদ্দীন মেম্বার বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাগব করতে আমার সামান্য প্রচেষ্টা। প্রতি বছরের ন্যায় এবারও আমি নিজস্ব অর্থায়নে আড়াইশ কম্বল বিতরণ করেছি। লোক দেখানো নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমার ক্ষুদ্র প্রয়াস।

আরো দেখুনঃ