তিতাসের বাতাকান্দি বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার-২

তিতাস, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারে আলোচিত স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় উপপরিদর্শক (এস আই) তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স সহ অভিযান পরিচালনা করে ২১/০২/২০২৪ তারিখ রাতে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকা থেকে দুইজন আসামি কে গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস।

গ্রেফতারকৃতরা হলেন, কাউছার মিয়া (২১), পিতা-নুর আলম, সাং- দৈইয়াপাড়া (সরকার বাড়ি), পোঃ গৌরীপুর বাজার, থানা- দাউদকান্দি, জেলা-কুমিল্লা, শাওন রানা (২৮), পিতা-মৃত আবুল কালাম মোল্লা, সাং-পাচ্চুখাকান্দি (মোল্লাবাড়ি), থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর, বর্তমানে- ধনিয়া (রসুলপুর), থানা-কদমতলী, ডিএমপি, ঢাকা।

এছাড়াও গ্রেফতারকৃত আসামী শাওন রানা (২৮) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় খুন সহ ডাকাতির একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামিদের আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আলোচিত এ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৭জন কে আটক সহ ০২জন কে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করাতে সক্ষম হয়েছে তিতাস থানা পুলিশ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ