ত্রিশাল উপজেলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার:

আজ ১৯ নভেম্বর রোজ বুধবার ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে সকাল ৯ টায় সময় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালত শক্তিশালীকরণ। গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন আইনি নির্দেশনা এবং নিয়মকানুন সম্পর্কে নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
এছাড়াও উপজেলা সমন্বয়কারী মোছাঃ আনোয়ারা বেগম ও মোঃ রবিউল ইসলাম জানান, আরো কাজের জন্য আদালতের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ট্রেইনিং প্রয়োজন।
উপজেলা সমন্বয়কারী মোছাঃ আনোয়ারা বেগম ও মোঃ রবিউল ইসলাম চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ ও হিসাব সহাকারী কাম-কম্পিউটর অপারেটরদেরকে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কম্পিউটার অপারেটরগণ।