ত্রিশালে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ।।

ময়মনসিংহের ত্রিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর )দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদের সভাপতিত্ব ও সাবেক পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল নেতা সাফিত আল শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজের সাবেক ছাত্র নেতা খন্দকার জাহিদ হোসেন, যুবদল নেতা নাঈম মৃর্ধা সহ উপজেলার ১২ ইউনিয়ন যুবদল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দু:শাসনের মধ্যে উপজেলা বিএনপি পরিবার কোন বড় অনুষ্ঠান করতে পারেনি ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ত্রিশাল যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে একত্রিত হয়েছে বিএনপি পরিবার।

উল্লেখ্য, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ