থালাপতি বিজয়ের সমাবেশে নিহত ৪০, ছয়জনের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক।।

ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৪০ জনের প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।
মামলায় টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ মিত্র এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমার, পশ্চিম কারুরের জেলা সম্পাদক মথিয়াজাগানসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে মানুষের জীবনঝুঁকির মুখে ফেলতে পারে এমন উদাসীন কাজ ও সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে তামিলনাড়ু পাবলিক প্রপার্টি আইনেও অভিযোগ আনা হয়েছে। তবে টিভিকের একজন আইনজীবী জানান, সমাবেশে দলটি পুলিশের সব নির্দেশনা মেনে চলেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ৫১ বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ মৃত ও আহত ব্যক্তিদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দলের পক্ষ থেকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহত প্রায় ১০০ জনের প্রত্যেককে দুই লাখ রুপি করে দেয়ার আশ্বাস দেন তিনি।
অন্যদিকে এ ঘটনার পর বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই নিরাপত্তা বাড়ানো হয়।
হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে শরীফ ও জেনারেল মুনিরের ছবি ঘিরে জল্পনাহোয়াইট হাউসে ট্রাম্পের সাথে শরীফ ও জেনারেল মুনিরের ছবি ঘিরে জল্পনা
গাজার জন্য ২১ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করলো যুক্তরাষ্ট্রগাজার জন্য ২১ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করলো যুক্তরাষ্ট্র
এর আগে শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল লোকসমাগম হলে একপর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে ১৬ নারী, ছয় শিশুসহ ৪০ জন মারা যান। আহত হন প্রায় শতাধিক।
সূত্রঃ ekattor.tv
আই/অননিউজ২৪।।