দুর্নীতিবাজ তারেক খালেদা, যুদ্ধপরাধী ও জামাতকে রক্ষা করা – হাসানুল হক ইনু এম পি
জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া প্রতিনিধি ।।
নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যাবহার করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
তিনি আরো বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন বিএনপি মুল লক্ষ নয়, তাদের উদ্দেশ্যে দুর্নীতিবাজ, তারেক খালেদা, যুদ্ধপরাধী ও জামাতকে রক্ষা করা। সোমবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের কে.এন.বি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন। এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন. আবদুল্লাহ ও আহমদ আলীসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু বলেন, নির্বাচনকে দেখার মাফকাঠির চশমাটা এখনো ঠিক না, বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবেন আগে মনস্থির করুক।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।