দূর্ঘটনা কমাতে ও শ্রমিকদের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে- সাবেক নৌ পরিবহন মন্ত্রী
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি।।
সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খাঁন এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে আওয়ামীলীগ সরকার সড়কে দূর্ঘটনা কমাতে এবং শ্রমিকদের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতমধ্যে ৫ লক্ষ দক্ষ ড্রাইভার সৃষ্টির জন্য সরকারী উদ্দ্যোগে এবং বিনা পয়সায় প্রশিক্ষনের ব্যবস্থা করেছে।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় আদর্শ মহিলা আলীম মাদ্রাসা মাঠে পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজ- ২৬৪) ত্রি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
শাহজাহান খাঁন আরো বলেন, দক্ষ ড্রাইভার সৃষ্টির জন্য সরকারী উদ্দ্যোগে প্রশিক্ষন এখনো চলছে। সেখানে বিনা পয়সায় ট্রেনিং দেওয়া হচ্ছে। বিনা পয়সায় থাকা খাওয়া সহ ভাতা প্রদান করা হচ্ছে। এবং প্রশিক্ষন শেষে সরকারি ভাবে লাইসেন্স প্রদান করা হচ্ছে।
ত্রি-বার্ষিক সাধারণ সভায় এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন ও পঞ্চগড় জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ শ্রমিকরা।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।