দেশের এ কঠিন সময়ে দেবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে-সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে।দেশের এ কঠিন সময়ে দেবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকলে বিদেশি মদদে কোন অপশক্তি মাথাচড়া দিয়ে উঠতে পারবেনা। ২৪ এর জুলাই আন্দোলনে গণপ্রতিরোধে আওয়ামী অপশক্তি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এসময়ে সফল নেতৃত্ব দিতে পারতেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তিনি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মানুষদের দিক নির্দেশনা দিতে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তাকে বীরোচিত সংবর্ধনা দিয়ে বরণ করতে দেশবাসী প্রস্তুতি নিয়েছেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার জুমার নামজের পূর্বে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রধান দায়িত্ব হলো আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করা। আজকের এই দোয়া মাহফিলে আমরা আরেকজন সংগ্রামী মানুষের কথা স্মরণ করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই। তিনি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার কন্ঠ চিরতরে বন্ধ করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন— এই দোয়া করি।

এই কঠিন সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রীর সুস্থতা ও প্রয়াত ওসমান হাদির আত্মার শান্তির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে হবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম। এ সময় বক্তারমুন্সী কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আবদুল আউয়াল মিন্টুকে মসজিদের আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

এ ঘোষণায় উপস্থিত মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু,ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদি, বিএনপি নেতা আলমগীর হোসেন, কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সাবেক সহসভাপতি ঈমাম উদ্দিন ভূঞা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নূর, সাবেক যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও মসজিদের বিপুল সংখ্যক মুসল্লিগণ।

আরো দেখুনঃ