নওগাঁ১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
জনি আহমেদ,নিয়ামতপুর নওগাঁ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টার সময় নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু,নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক আলী সরকার,উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা
সহ বিএনপির অঙ্গ সংগঠনের জেলা উপজেলাে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন,শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভালোবাসা দিয়েই ভোটারদের মন জয় করতে হবে।