নগরীর ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লা প্রতিনিধি।।
আজ ১৬ সেপ্টেম্বর শনিবার নিউমার্কেট ও রানীর বাজার এলাকার অন্তত অর্ধশতাধিক নিত্যপণ্যের দোকান তদারকি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত পণ্যের মূল্য সম্পর্কে অবহিত করা হয়েছে। ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়েছে।
সকাল ১০টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদারকি কার্যক্রমে স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এফআর/অননিউজ